শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

বাবা ও অনুভুতি

-   বন্ধু বলিল, ছেলের বাপ হলি- তোর অনুভূতি কি?
বলিলাম-
হ্যাঁ!
আগে একজন বাবা ডাকিত, এখন ডাকিবে দুইজনে-
আগে ছিলাম এক সন্তানের বাবা আর এখন দুইজনের
আগে ছিলাম কন্যা সন্তানের ভাগ্যবান পিতা, আর এখন পুত্র সন্তানেরও গর্বিত বাবা-
আগে ছিলাম বউ-মেয়েকে নিয়ে আদর্শ পরিবারের অভিভাবক
আর এখন বউ–মেয়ে আর ছেলেকে নিয়ে সুখী পারিবারের পথপ্রদর্শক-

-   -   বন্ধু বলিল, তাহলে তো বলতেই হয়- আছিস তুই বেশ ভাল?
বলিলাম-
হ্যাঁ!
আগে লাগিত একখানা খাট এখন লাগবে দুইখানা-
আগে চিন্তা ছিল শুধুই কন্যামুখি, এখন সেটার ভাগ হবে ছেলের জন্যও
আগে পূজোয় একজনের শপিং করলেই চলত, আর এখন করতে হবে দুই জনের-
আগে একজনের স্কুলের কথা ভাবলেই হত, এখন করতে হবে দুইজনের জন্য
আগে যে বাসায় থাকিতাম তা এখন আর চলবে না, লাগবে বড়
আগে মাসে যে খরচে সংসার চালাতাম, এখন তাতে আর চলিবে না!


১৩/১২/২০১৩, রাতঃ ১০-৩০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন