সোমবার, ৪ নভেম্বর, ২০১৩

আসুন রাজনীতিতে নতুন ও উচ্চ শিক্ষিত ছেলে-মেয়েদের স্বাগত জানাই

সব কথার শেষকথা হলো – সজীব ওয়াজেদ জয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন পোষ্ট গ্র্যাজুয়েট। সেখানে সে পাবলিক এডমিনিস্ট্রেশনে মাস্টার্স কমপ্লিট করেছেন।

আরে ভাই, শিক্ষার একটা দাম আছে? না নাই? পৃথিবীর এক নম্বর- এই বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতাই বা আমরা কয়জন রাখি? বিল গেটস, মার্ক জুকারবার্গ’রা এই বিশ্ববিদ্যালয়ের ঝরে পড়া ছাত্রবৃন্দের নাম। রতন টাটা’রা এর কোর্স কমপ্লিট করা হাজার হাজার সফল মানুষদের একজন। আমাদের বর্তমান রাজনীতিতে আর কয়জন আছে এইরকম শিক্ষার অধিকারী?

রাজনীতিতে শিক্ষিতদের আসতে দেন। অযথা বিতর্ক না করে, পাড়লে নিজেদের দলে এইরকম শিক্ষিত নতুন প্রজন্মের ছেলে মেয়েদের নিয়ে আসুন। তাতে করে দলের লাভের সাথে সাথে দেশের লাভ হবে শতগুণ। আর যদি তারা কিছুই করতে নাও পারে; তাতেও কোন ভয় নেই, কারণ আমাদের বর্তমান অবস্থার চেয়ে আর কতটুকু খারাপ করবে তারা?  

তারচেয়ে, আসুন আমরা বাংলাদেশের রাজনীতিতে এবং সবগুলো দলে নতুন ও উচ্চ শিক্ষিত ছেলে-মেয়েদের স্বাগত জানাই, উৎসাহ প্রদান করি। তাতে আখেরে আমাদের লাভ হলেও হতে পারে!

ধন্যবাদ!

০৪/১১/২০১৩, রাত ১০.০০ টা    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন